- 1 বাবিলের রাজা নবূখদ্নিত্সর যাদের বন্দী করেছিলেন, তারা জেরুশালেম এবং যিহূদায় য়ে যার নিজের নগরে ফিরে গেল|
- 2 এরা সকলে সরুব্বাবিল, য়েশূয, নহিমিয়, সরায়, রিযেলায়, মর্দখয়, বিল্শন, মিস্পর, বিগ্রয়, রহূম ও বানাদের সঙ্গে প্রত্যাবর্তন করল| যারা ইস্রায়েলে ফিরেছিল তাদের তালিকাটি নিম্নরূপ:
- 3 পরোশের উত্তরপুরুষ 2,172
- 4 শফটিয়ের উত্তরপুরুষ 372
- 5 আরহের উত্তরপুরুষ 775
- 6 য়েশূয় এবং য়োয়াব পরিবারের পহত্-মোয়াবের উত্তরপুরুষ 2,812
- 7 এলমের উত্তরপুরুষ 1,254
- 8 সত্তূর উত্তরপুরুষ 945
- 9 সক্কয়ের উত্তরপুরুষ 760
- 10 বানির উত্তরপুরুষ 642
- 11 ব্বেয়ের উত্তরপুরুষ 623
- 12 অস্গদের উত্তরপুরুষ 1,222
- 13 অদোনীকামের উত্তরপুরুষ 666
- 14 বিগ্বয়ের উত্তরপুরুষ 2,056
- 15 আদীনের উত্তরপুরুষ 454
- 16 যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98
- 17 বেত্সয়ের উত্তরপুরুষ 323
- 18 য়োরাহের উত্তরপুরুষ 112
- 19 হশুমের উত্তরপুরুষ 223
- 20 গিব্বরের উত্তরপুরুষ 95
- 21 বৈত্লেহেম শহরের 123
- 22 নটোফা শহরের 56
- 23 অনাথোত শহরের 128
- 24 অস্মাবত শহরের 42
- 25 কিরিয়ত্-আরীম, কফীরা ও বেরোত শহরের 743
- 26 রামা ও গেবা শহরের 621
- 27 মিক্মস শহরের 122
- 28 বৈথেল ও অয় শহরের 223
- 29 নবো শহরের 52
- 30 মগ্বীশ শহরের 156
- 31 এলম নামে একটি শহরের 1,254
- 32 হারীম শহরের 320
- 33 লোদ, হাদীদ ও ওনো শহরের 725
- 34 য়িরিহো শহরের 345
- 35 সনায়া শহরের 3,630
- 36 যাজকদের মধ্যে ছিলেন:য়েশূয় পরিবারের যিদয়িয়ের উত্তরপুরুষ 973
- 37 ইম্মেরের উত্তরপুরুষ 1,052
- 38 পশ্হূরের উত্তরপুরুষ 1,247
- 39 হারীমের উত্তরপুরুষ 1,017
- 40 লেবীয় পরিবারগোষ্ঠীর লোকদের মধ্যে যারা ছিল তারা হল:হোদবিয়ের পরিবারের মাধ্যমে য়েশূয় ও কদ্মীয়েলের উত্তরপুরুষ 74
- 41 আসফের গায়কবর্গের মধ্যে 128
- 42 মন্দিরের দ্বারপালের উত্তরপুরুষের মধ্যেশল্লূম, আটের, টলমোন, অক্কূব,হটীটা এবং শোবয়ের উত্তরপুরুষের 139
- 43 মন্দিরের সেবা-দাসদের উত্তরপুরুষের মধ্যে ছিলেন:সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,
- 44 কেরোস, সীয ও পাদোনের সন্তানরা,
- 45 লবানা, হগাব ও অক্কূবের সন্তানরা,
- 46 হাগব, শল্ময ও হাননের সন্তানরা,
- 47 গিদ্দেল, গহর ও রায়ার সন্তানরা,
- 48 রত্সীন, নকোদর ও গসমের সন্তানরা,
- 49 উষ, পাসেহ ও বেষযের সন্তানরা,
- 50 অস্না, মিযূনীম ও নফূষীমের সন্তানরা,
- 51 বক্বূক, হকূফার ও হর্হূরের সন্তানরা,
- 52 বসলূত, মহীদা ও হর্শার সন্তানরা,
- 53 বর্কোস, সীষরা ও তেমহের সন্তানরা,
- 54 নত্সীহ ও হটীফার সন্তানরা|
- 55 শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল:সোটয়, হস্সোফেরত ও পরূদা |
- 56 যালা, দর্কোন ও গিদ্দেল,
- 57 শফটিয, হটীল, পোখেরত্-হত্সবাযীমেরএবং আমীর সন্তানগণ|
- 58 মন্দিরের সেবা-দাসরা এবংশলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা 392
- 59 তেল্-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের নগর থেকে জেরুশালেমে এসেছিল নিম্নলিখিত ব্যক্তিরা, কিন্তু তারা ইস্রায়েলের পরিবারবর্গের পরিবার ছিল কিনা তা প্রমাণ করতে পারল না|
- 60 দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 652
- 61 হবায়, হক্কোস ও বর্সিল্লয় যাজক পরিবারের উত্তরপুরুষ| (যদি কোন পুরুষ গিলিয়দের বর্সিল্লয় কন্যাকে বিয়ে করত, তাহলে সেই পুরুষটিকে বলা হত বর্সিল্লয়ের উত্তরপুরুষ|)
- 62 এরা সকলেই তাদের পরিবারের ইতিহাস স্থাপন করবার চেষ্টা করল|
- 63 য়েহেতু যাজক তালিকায় এদের পূর্বপুরুষদের নামোল্লেখ ছিল না, সেহেতু তাদের পূর্বপুরুষরা সত্যিই যাজক ছিলেন কিনা তা তারা প্রমাণ করতে পারল না| তাই তারাও যাজক হিসেবে কাজ করবার অনুমতি পেল না| রাজ্যপাল তাদের আদেশ দিলেন, যতক্ষণ পর্য়ন্ত না এক জন যাজক ঊরীম এবং তুম্মীম দ্বারা ঈশ্বরের সিদ্ধান্ত না জানাতে পারে ততক্ষণ তারা য়েন পবিত্র খাদ্য গ্রহণ না করে|
- 64 যারা ফিরে এল তাদের মধ্যে 42,360 জন ব্যক্তি ছিল| এছাড়াও তাদের সঙ্গে ছিল 7,337 জন পুরুষ ও নারী ভৃত্য, 200 জন গায়ক ও গাযিকা|
- 65
- 66 তাদের 73 6টি ঘোড়া, 245 টি খচচর, 435 টি উট ও 6,720 টি গাধা ছিল|
- 67
- 68 তারা যখন জেরুশালেমে প্রভুর মন্দিরে এসে পৌঁছল তখন পরিবারের কর্তারা, প্রভুর মন্দির নির্মাণের জন্য উপহারগুলি দান করলেন|
- 69 এই উপহারের মধ্যে ছিল 1,100 পাউণ্ড সোনা, 3 টন রূপো ও যাজকদের পরিবারের জন্য 100 টি অঙ্গরক্ষক বস্ত্র| আগে যেখানে প্রভুর মন্দিরটি ছিল সেই খানেই তারা মন্দিরটি নির্মাণ করবে|
- 70 এই কাজের জন্য যাজকগণ, লেবীয় ও অন্যান্য ব্যক্তিরা জেরুশালেমের কাছাকাছি অঞ্চলে বসতি স্থাপন করল| এই দলের মধ্যে মন্দিরের দ্বাররক্ষী, গায়কবর্গ, ও সেবাদাসরা ছিল| ইস্রায়েলের অন্যান্য ব্যক্তিরা তাদের নিজ নিজ শহরে বাসা বাঁধলো|
Ezra 02
- Details
- Parent Category: Old Testament
- Category: Ezra
এজরা অধ্যায় 2