wheel

AJC Publications and Media Portal

 

But the Comforter, which is the Holy Ghost, whom the Father will send in my name, he shall teach you all things,
and bring all things to your remembrance, whatsoever I have said unto you. John 14:26


এজরা অধ্যায় 2
  • 1 বাবিলের রাজা নবূখদ্নিত্‌সর যাদের বন্দী করেছিলেন, তারা জেরুশালেম এবং যিহূদায় য়ে যার নিজের নগরে ফিরে গেল|
  • 2 এরা সকলে সরুব্বাবিল, য়েশূয, নহিমিয়, সরায়, রিযেলায়, মর্দখয়, বিল্শন, মিস্পর, বিগ্রয়, রহূম ও বানাদের সঙ্গে প্রত্যাবর্তন করল| যারা ইস্রায়েলে ফিরেছিল তাদের তালিকাটি নিম্নরূপ:
  • 3 পরোশের উত্তরপুরুষ 2,172
  • 4 শফটিয়ের উত্তরপুরুষ 372
  • 5 আরহের উত্তরপুরুষ 775
  • 6 য়েশূয় এবং য়োয়াব পরিবারের পহত্‌-মোয়াবের উত্তরপুরুষ 2,812
  • 7 এলমের উত্তরপুরুষ 1,254
  • 8 সত্তূর উত্তরপুরুষ 945
  • 9 সক্কয়ের উত্তরপুরুষ 760
  • 10 বানির উত্তরপুরুষ 642
  • 11 ব্বেয়ের উত্তরপুরুষ 623
  • 12 অস্গদের উত্তরপুরুষ 1,222
  • 13 অদোনীকামের উত্তরপুরুষ 666
  • 14 বিগ্বয়ের উত্তরপুরুষ 2,056
  • 15 আদীনের উত্তরপুরুষ 454
  • 16 যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98
  • 17 বেত্‌সয়ের উত্তরপুরুষ 323
  • 18 য়োরাহের উত্তরপুরুষ 112
  • 19 হশুমের উত্তরপুরুষ 223
  • 20 গিব্বরের উত্তরপুরুষ 95
  • 21 বৈত্‌লেহেম শহরের 123
  • 22 নটোফা শহরের 56
  • 23 অনাথোত শহরের 128
  • 24 অস্মাবত শহরের 42
  • 25 কিরিয়ত্‌-আরীম, কফীরা ও বেরোত শহরের 743
  • 26 রামা ও গেবা শহরের 621
  • 27 মিক্মস শহরের 122
  • 28 বৈথেল ও অয় শহরের 223
  • 29 নবো শহরের 52
  • 30 মগ্বীশ শহরের 156
  • 31 এলম নামে একটি শহরের 1,254
  • 32 হারীম শহরের 320
  • 33 লোদ, হাদীদ ও ওনো শহরের 725
  • 34 য়িরিহো শহরের 345
  • 35 সনায়া শহরের 3,630
  • 36 যাজকদের মধ্যে ছিলেন:য়েশূয় পরিবারের যিদয়িয়ের উত্তরপুরুষ 973
  • 37 ইম্মেরের উত্তরপুরুষ 1,052
  • 38 পশ্হূরের উত্তরপুরুষ 1,247
  • 39 হারীমের উত্তরপুরুষ 1,017
  • 40 লেবীয় পরিবারগোষ্ঠীর লোকদের মধ্যে যারা ছিল তারা হল:হোদবিয়ের পরিবারের মাধ্যমে য়েশূয় ও কদ্মীয়েলের উত্তরপুরুষ 74
  • 41 আসফের গায়কবর্গের মধ্যে 128
  • 42 মন্দিরের দ্বারপালের উত্তরপুরুষের মধ্যেশল্লূম, আটের, টলমোন, অক্কূব,হটীটা এবং শোবয়ের উত্তরপুরুষের 139
  • 43 মন্দিরের সেবা-দাসদের উত্তরপুরুষের মধ্যে ছিলেন:সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,
  • 44 কেরোস, সীয ও পাদোনের সন্তানরা,
  • 45 লবানা, হগাব ও অক্কূবের সন্তানরা,
  • 46 হাগব, শল্ময ও হাননের সন্তানরা,
  • 47 গিদ্দেল, গহর ও রায়ার সন্তানরা,
  • 48 রত্‌সীন, নকোদর ও গসমের সন্তানরা,
  • 49 উষ, পাসেহ ও বেষযের সন্তানরা,
  • 50 অস্না, মিযূনীম ও নফূষীমের সন্তানরা,
  • 51 বক্বূক, হকূফার ও হর্হূরের সন্তানরা,
  • 52 বসলূত, মহীদা ও হর্শার সন্তানরা,
  • 53 বর্কোস, সীষরা ও তেমহের সন্তানরা,
  • 54 নত্‌সীহ ও হটীফার সন্তানরা|
  • 55 শলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা ছিল:সোটয়, হস্সোফেরত ও পরূদা |
  • 56 যালা, দর্কোন ও গিদ্দেল,
  • 57 শফটিয, হটীল, পোখেরত্‌-হত্‌সবাযীমেরএবং আমীর সন্তানগণ|
  • 58 মন্দিরের সেবা-দাসরা এবংশলোমনের ভৃত্যদের উত্তরপুরুষরা 392
  • 59 তেল্-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের নগর থেকে জেরুশালেমে এসেছিল নিম্নলিখিত ব্যক্তিরা, কিন্তু তারা ইস্রায়েলের পরিবারবর্গের পরিবার ছিল কিনা তা প্রমাণ করতে পারল না|
  • 60 দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 652
  • 61 হবায়, হক্কোস ও বর্সিল্লয় যাজক পরিবারের উত্তরপুরুষ| (যদি কোন পুরুষ গিলিয়দের বর্সিল্লয় কন্যাকে বিয়ে করত, তাহলে সেই পুরুষটিকে বলা হত বর্সিল্লয়ের উত্তরপুরুষ|)
  • 62 এরা সকলেই তাদের পরিবারের ইতিহাস স্থাপন করবার চেষ্টা করল|
  • 63 য়েহেতু যাজক তালিকায় এদের পূর্বপুরুষদের নামোল্লেখ ছিল না, সেহেতু তাদের পূর্বপুরুষরা সত্যিই যাজক ছিলেন কিনা তা তারা প্রমাণ করতে পারল না| তাই তারাও যাজক হিসেবে কাজ করবার অনুমতি পেল না| রাজ্যপাল তাদের আদেশ দিলেন, যতক্ষণ পর্য়ন্ত না এক জন যাজক ঊরীম এবং তুম্মীম দ্বারা ঈশ্বরের সিদ্ধান্ত না জানাতে পারে ততক্ষণ তারা য়েন পবিত্র খাদ্য গ্রহণ না করে|
  • 64 যারা ফিরে এল তাদের মধ্যে 42,360 জন ব্যক্তি ছিল| এছাড়াও তাদের সঙ্গে ছিল 7,337 জন পুরুষ ও নারী ভৃত্য, 200 জন গায়ক ও গাযিকা|
  • 65
  • 66 তাদের 73 6টি ঘোড়া, 245 টি খচচর, 435 টি উট ও 6,720 টি গাধা ছিল|
  • 67
  • 68 তারা যখন জেরুশালেমে প্রভুর মন্দিরে এসে পৌঁছল তখন পরিবারের কর্তারা, প্রভুর মন্দির নির্মাণের জন্য উপহারগুলি দান করলেন|
  • 69 এই উপহারের মধ্যে ছিল 1,100 পাউণ্ড সোনা, 3 টন রূপো ও যাজকদের পরিবারের জন্য 100 টি অঙ্গরক্ষক বস্ত্র| আগে যেখানে প্রভুর মন্দিরটি ছিল সেই খানেই তারা মন্দিরটি নির্মাণ করবে|
  • 70 এই কাজের জন্য যাজকগণ, লেবীয় ও অন্যান্য ব্যক্তিরা জেরুশালেমের কাছাকাছি অঞ্চলে বসতি স্থাপন করল| এই দলের মধ্যে মন্দিরের দ্বাররক্ষী, গায়কবর্গ, ও সেবাদাসরা ছিল| ইস্রায়েলের অন্যান্য ব্যক্তিরা তাদের নিজ নিজ শহরে বাসা বাঁধলো|