- 1 আমাদের দেওয়াল বানানোর কাজ শেষ হল| তারপর আমরা দরজায পাল্লা বসালাম ও কারা সেই সব দরজায পাহারা দেবে তার জন্য লোক ঠিক করলাম| আমরা গায়কদের এবং লেবীয়দেরও নিযুক্ত করলাম|
- 2 এরপর আমি আমার ভাই হনানি ও হনানিয নামে আরেক ব্যক্তিকে যথাএমে জেরুশালেম শহরের দায়িত্ব ও দুর্গের সেনাপতির দায়িত্ব দিলাম| আমি আমার ভাই হনানিকে বেছে নিয়েছিলাম কারণ অন্যান্যদের থেকে সে খুবই সত্ ও তার ঈশ্বরে বেশী ভয় ছিল|
- 3 আমি তখন তাদের নির্দেশ দিলাম, “প্রতিদিন সূর্য়োদযের কয়েক ঘণ্ট্া পরে জেরুশালেমের ফটকগুলি খুলবে| আর সূর্য়াস্তের পূর্বেই তোমরা ফটক বন্ধ করে তালা লাগাবে| এছাড়াও, রক্ষী হিসেবে যাদের নিয়োগ করবে তারা যেন এ শহরেরই বাসিন্দা হয়| এই সমস্ত রক্ষীদের কয়েক জনকে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায পাহারা দিতে পাঠাবে আর বাদবাকিরা যেন তাদের বাড়ির কাছাকাছি অঞ্চলেই পাহারা দেয়|”
- 4 জেরুশালেম শহরটি খুবই বড়| শহরে অনেক জায়গা থাকলেও, তুলনায় বাসিন্দার সংখ্যা কম| বাড়ি-ঘরও তখন সমস্ত বানানো হয়নি|
- 5 এমতাবস্থায ঈশ্বর আমার হৃদয়ে সমস্ত বাসিন্দাদের একত্রিত করার বাসনা প্রবেশ করালেন| আমি তখন সমস্ত গন্যমাণ্য ব্যক্তি, আধিকারিকবর্গ ও সাধারণ লোক দের একসঙ্গে ডেকে পাঠালাম| বসবাসকারী সমস্ত ব্যক্তিদের একটি তালিকা বানানোই আমার মূল উ?শ্য ছিল| ইতিমধ্যে বন্দীদশা থেকে যারা প্রথম এ শহরে ফিরে এসেছিল তার একটি তালিকা আমি পেয়েছিলাম| তাতে লেখা ছিল:
- 6 এই ইহুদীরা বন্দীদশা থেকে জেরুশালেম এবং যিহূদায় ফিরে এসেছিল| রাজা নবূখদ্নিত্সর এদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলে| এরা হল: যেশূয, নহিমিয়, অসরিয়, রযমিযা, নহমানি,
- 7 মর্দখয়, বিল্শন, মিস্পরত্, বিগ্বয, নহূম ও বানা| তারা সরুব্বাবিলের সঙ্গে ফিরে এসেছিল| নীচে ইস্রায়েলের য়ে সমস্ত লোক ফিরে এসেছিল তাদের নাম ও সংখ্যা দেওয়া হল:
- 8 পরোশের উত্তরপুরুষ 2,172
- 9 শফটিযের উত্তরপুরুষ 372
- 10 আরহের উত্তরপুরুষ 652
- 11 য়েশূয় ও য়োয়াবের পরিবারগোষ্ঠীর পহত্-মোয়াবের উত্তরপুরুষ 2,818
- 12 এলমের উত্তরপুরুষ 1,254
- 13 সত্তূর উত্তরপুরুষ 845
- 14 সক্কয়ের উত্তরপুরুষ 760
- 15 বিন্নূয়ির উত্তরপুরুষ 648
- 16 ব্বেয়ের উত্তরপুরুষ 628
- 17 আস্গদের উত্তরপুরুষ 2,322
- 18 অদোনীকামের উত্তরপুরুষ 667
- 19 বিগ্বয়ের উত্তরপুরুষ 2,067
- 20 আদীনের উত্তরপুরুষ 655
- 21 যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98
- 22 হশুমের উত্তরপুরুষ 328
- 23 বেত্সযের উত্তরপুরুষ 324
- 24 হারীফের উত্তরপুরুষ 112
- 25 গিবিয়োনের উত্তরপুরুষ 95
- 26 বৈত্লেহম ও নটোফা শহরের লোক 188
- 27 অনাথোত শহরের 128
- 28 বৈত্-অস্মাবত্ শহরের 42
- 29 কিরিযত্-য়িযারীম, কফীরা ও বেরোত শহরের 743
- 30 রামা ও গেবা শহরের 621
- 31 মিক্মস শহরের 122
- 32 বৈথেল ও অয শহরের 123
- 33 নবো শহরের 52
- 34 এলম শহরের 1,254
- 35 হারীম শহরের 320
- 36 য়িরীহো শহরের 345
- 37 লোদ, হাদীদ ও ওনো শহরের 721
- 38 সনায়া শহরের 3,930
- 39 যাজকগণ হল:য়েশূয়ের বংশজাত যিদয়িয়র উত্তরপুরুষ 973
- 40 ইম্মেরের উত্তরপুরুষ 1,052
- 41 পশ্হূরের উত্তরপুরুষ 1,247
- 42 হারীমের উত্তরপুরুষ 1,017
- 43 এরা হল লেবীয় পরিবারগোষ্ঠীর লোক:হোদবিয়র বংশজাত য়েশূয় ও কদ্মীয়েলের উত্তরপুরুষ 74
- 44 এরা হল গায়ক বৃন্দ:আসফের উত্তরপুরুষ 148
- 45 এরা হল দ্বার-রক্ষকগণ:শল্লুম, আটের, টল্মোন, অক্কুব, হটীটাও শোবয়ের উত্তরপুরুষ 138
- 46 এরা হল মন্দিরের বিশেষ দাস:সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,
- 47 কেরোস, সীয় ও পাদোনের বংশধরবর্গ,
- 48 লবানা, হগাব ও শল্ময়ের বংশধরবর্গ,
- 49 হানন, গিদ্দেল ও গহরের বংশধরবর্গ,
- 50 রাযা, রত্সীন ও নকোদের বংশধরবর্গ,
- 51 গসম, ঊষ ও পাসেহের বংশধরবর্গ,
- 52 বেষয, মিযূনীম ও নফুষয়ীমের বংশধরবর্গ,
- 53 বকবূক, হকূফা ও হর্হূরের বংশধরবর্গ,
- 54 বসলীত, মহীদা ও হর্শার বংশধরবর্গ,
- 55 বর্কোস, সীষরা ও তেমহের বংশধরবর্গ,
- 56 নত্সীহ ও হটীফার বংশধরবর্গ|
- 57 শলোমনের উত্তরপুরুষ দাসদের মধ্যে:সোটয়, সোফেরত্ ও পরীদার বংশধরবর্গ,
- 58 যালা, দর্কোন ও গিদ্দেলের বংশধরবর্গ,
- 59 শফটিয়ের, হটীল ও পোখেরত্-হত্সবাযীম ও আমোন;
- 60 মন্দিরের দাস ও শলোমনের দাসদের উত্তরপুরুষ 392
- 61 কয়েক জন লোক তেল্মেলহ, তেল্হর্শা, করূব, অদ্দন ও ইম্মের শহর থেকে জেরুশালেমে এসেছিল| তাদের পরিবারগুলি ইস্রায়েল থেকে উদ্ভ্ূত কিনা তা তারা প্রমাণ করতে পারেনি|দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 642 জন
- 62
- 63 এরা ছিল যাজক পরিবারের উত্তরপুরুষ:হবায়, হক্কোস ও বর্সিল্লয়ে| গিলিয়দের বর্সিল্লয পরিবারের কন্যাকে যদি একজন পুরুষ বিয়ে করত ওই পুরুষকে বর্সিল্লযদের উত্তরপুরুষ হিসাবে গণ্য করা হতো|
- 64 য়েহেতু তারা তাদের বংশতালিকা বা তাদের পূর্বপুরুষরা যাজক ছিলেন কিনা তা প্রমাণ করতে পারল না, সেহেতু যাজকদের তালিকায তাদের নাম অন্তর্ভুক্ত করা হল না|
- 65 রাজ্যপাল ওই সমস্ত ব্যক্তিদের, পবিত্র খাবার খেতে বারণ করলেন যতক্ষণ পর্য়ন্ত না প্রধান যাজক ঊরীম ও তুম্মীম ব্যবহার করে ঈশ্বরের কাছে জেনে নেন কি করতে হবে|
- 66 7,337 জন দাসদাসীকে বাদ দিলে, যারা ফিরে এসেছিল তাদের মধ্যে সব মিলিযে ছিল 42,360 জন| এছাড়াও, এদের সঙ্গে ছিল 245 জন গায়ক-গাযিকা,
- 67
- 68 তাদের 736 টি ঘোড়া, 245 টি খচচর, 435 টি উট ও 6,720 টি গাধা ছিল|
- 69
- 70 বেশ কিছু পরিবার প্রধান কাজ চালিয়ে যাবার জন্য অর্থ দান করেন| রাজ্যপাল বয়ং কোষাগারে 19 পাউণ্ড স্বর্ণমুদ্রা দিয়েছিলেন| এছাড়াও তিনি 50 টি পাত্র ও যাজকদের পোশাকের জন্য 530 পোশাক দান করেন|
- 71 বিভিন্ন পরিবারের প্রধানরা কাজ চালিয়ে যাওয়ার জন্য 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা এবং11/3 টন পরিমাণ রূপো দান করেছিলেন|
- 72 সব মিলিয়ে অন্যান্য ব্যক্তিরা 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা,11/3 টন রূপা এবং যাজকদের জন্য 67 টি বস্ত্রখণ্ড দিয়েছিলেন|
- 73 যাজকগণ, লেবীয়রা, দ্বাররক্ষীরা, গায়করা ও মন্দিরের সেবাদাসরা ও অন্যান্য সমস্ত ইস্রায়েলীয়রা য়ে যার নিজের শহরে বাস করতে লাগল| ওই বছরের সপ্তম মাসের মধ্যেই দেখা গেল ইস্রায়েলের সমস্ত বাসিন্দারা তাদের নিজেদের বাসভূমিতে বসবাস শুরু করেছে|
Nehemiah 07
- Details
- Parent Category: Old Testament
- Category: Nehemiah
নেহেমিয়া অধ্যায় 7